সালমানের সঙ্গে আমার ক্ষণস্থায়ী সম্পর্ক নয়-ক্যাটরিনা

0
134
Salman-Dro-7-p-3
সালমান খান এবং ক্যাটরিনার ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডে পা রাখার পর থেকে সালমান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। এমন সব বিষয় নিয়ে এবার মুখ খুলছেন ক্যাটরিনা।

সম্প্রতি তিনি বলেন, সালমানের সঙ্গে আমার যে সর্ম্পক তা ক্ষণস্থায়ী নয়। এই বন্ধুত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলেন সেটা আমি জানি। কিন্তু এমন বিষয়কে গুরুত্ব দিয়ে আমি আলোচনা তৈরি করতে চাই না।

‘ভারত’ ছবিতেও সালমান খানের বন্ধুত্বের নমুনা মিলেছে। যা দেখে দর্শকরাও বেশ তৃপ্ত হয়েছে। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে যাতে ব্যথা না লাগে এমন তত্ত্বেরই উপস্থাপন করলেন নায়িকা ।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ক’দিন আগে সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সালমানের সঙ্গে তার সম্পর্কের সমীকরণের খুল্লমখুল্লা হদিশ দিলেন ক্যাটরিনা।

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময়ে সালমান খান কীভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন। এ কারণে ক্যাটরিনা মনে করেন, তার কাছে সালমানই সেই ব্যক্তি, যাকে পুরোপুরি বিশ্বাস করা যায় এবং তার ওপর ভরসাও করা চলে। একইসঙ্গে শুধু সালমান নয়, সালমানের বোন অর্পিতা খান শর্মার সঙ্গেও নিজের সম্পর্কের কথা তুলে ধরেন ক্যাটরিনা। ক’দিন আগেই অর্পিতার বাড়িতে গণেশ পূজোয় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা।