কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে নিহত শ্রমিককে উদ্ধারে করতে গিয়ে অপর এক যুবকের মৃত্যু হয়। নিহতদের উদ্ধারে নেমে অপর আর একযুবক শ্বাসকষ্টে অক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার (১৩ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যে পাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এই হতা হতের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হয়েছেন একই এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন হোসেন (৩০), ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন (৩০)। নিহত রাজনকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ভাই মিজান হোসেন (১৮) শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতারে চিকিৎসা নিচ্ছেন।
এবিষয়ে আহত মিজান বলেন, সকালে বাড়ির পাশে মোশারফ হোসের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন নামের ওই শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে তার ভাই রাজন তাকে উদ্ধার করতে নামে। পরে রাজনের শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যাযে ভাইকে উদ্ধার করতে গিয়ে সে নিজে অসুস্থ হয়ে পরেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মথুরাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে এঘটনায় একজন আহত হয়েছেন।
দৌলতপুরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনার এক যুবক আহত হয়েছে। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।