দ্রোহ অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার শপথবাক্য পাঠ করলেন শেখ হাসিনা। একই সঙ্গে শপথবাক্য পড়ল গোটা দেশবাসী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দুই দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে।
বৃৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় প্রথম দিনে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ পাঠ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন এই অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে আসেন বোন শেখ রেহানা।
শপথবাক্যে শেখ হাসিনা বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তয়ী মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা পর্ব শুরু হয়। এ অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সম্মানীয় অতিথিকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক প্রদান করবেন।