স্ত্রীর মাথার চুল উপড়ে ফেললো স্বামী, দিল তিন তালাক

0
145

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সন্তানের জননীর মাথার চুল উপড়ে ফেলাসহ তাকে তিন তালাক দিয়েছেন তার স্বামী।

নির্যাতনের শিকার ওই গৃহবধু মাহাফুজা খাতুন (৩০) কে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামে গৃহবধূকে শারীরিক নির্যতনের ঘটনা ঘটে। স্ত্রীর মাথার চুল উপরে ফেলার ঘটনাটি ঘটিয়েছেন মৃত ময়না শেখের ছেলে আলিম শেখ।

হাসপাতালে চিকিৎসাধীন দুই কন্যা সন্তানের জননী মাহাফুজা খাতুন জানান, টিউবওয়েল মেরামত করাকে কেন্দ্র করে তার স্বামী সাহেব আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় স্বামী তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে বেড়ায়। এক পর্যায়ে গৃহবধুর মাথার গোটা চুল উঠে যায়। নির্যাতনের এক পর্যায়ে স্বামী আলিম শেখ তাকে মুখে তিন তালাক দেন।

ওই গৃহবধু আরো জানান, স্বামী আলিম শেখ এক মাস কাইচি দিয়ে মাহাফুজার মাথার চুল কেটে দেয়। সে সময় নির্যাতন করে তাকে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করে। পরবর্তীতে ব্র্যাক এনজিওর মধ্যস্থতায় তিনি স্বামীর ঘরে ফিরে যান।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি লোক মুখে শুনেছেন। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।