স্বামীর হত্যাকারীদের দ্রুত আইনে বিচার চাইলেন স্ত্রী

0
149

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য রিপন হত্যার মুল পরিকল্পনাকারীসহ জড়িতদের দ্রুত আইনে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী ও পরিবার।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করা হয়। তিনমাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে নিহত রিপনের স্ত্রী তানিয়া খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তানিয়া অভিযোগ করেন, নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছেন।

তানিয়া খাতুন জানান, তার স্বামীর হত্যাকারীরা এলাকায় উল্লাস করে বেড়াচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে। রিপনকে হত্যার পর ঘাতকরা ৪০/৫০ টি বাড়ী-ঘর ভাংচুর করে। তিনি আরও বলেন, খুন করার পর খুনিরা বিশ্বাস বিল্ডার্সের মালিক দুলাল বিশ্বাসের ঢাকার অফিসে আশ্রয় নেয়। তার অফিসের সামনে থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বাঁকীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অন্য আসামীদের গ্রেফতার করা হোক।

তানিয়া খাতুনের দাবি, প্রতিপক্ষ পূর্ব পরিকল্পনা মাফিক তার স্বামীকে হত্যা করেছে। খুনিদের দ্রুত আইনে বিচারের দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিহতের পিতা আবুল কালাম আজাদ, চাচা জাফর বিশ্বাস, খালাতো ভাই নাসির বিশ্বাস, ভগ্নিপতি জাহাঙ্গীর ইসলাম শলক, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উকিল মোল্লা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, মাসুদ বিশ্বাস, মুন্নু বিশ্বাস, সুজন বিশ্বাসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো রিপন। পথে মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে দুলাল ও হেলালের লোকজন তার গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।