হাতপাখার ফেরিওয়ালা

0
193

তাপদাহের সাথে তাল পাতার হাতপাখার চাহিদা বেড়েছে। গ্রামের হাট বাজারের প্রতিটি পাখা ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো মানের তালের ডান্টির পাখার দাম ৫০ টাকা ছাড়িয়েছে। তাল পাতার সাধারণ হাত পাখা গাড়ির সামনে সাজিয়ে মাইকে ডেকে ফেরি করে বিক্রি করছে হাসেন আলী। কুষ্টিয়ার খোকসা বাজারের প্রধান সড়ক থেকে সোমবার দুপুরে ছবিটি তোলা।