দ্রোহ অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে কিছুদিন আগে সুস্থ হয়ে উঠে গ্রেপ্তার হলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু।
বৃহস্পতিবার রূপসা উপজেলার রেডজোন ঘোষিত আইচগাতি গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ।
পুলিশ জানায়, বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা রযেছে।
খুলনা জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন, ‘বাবু করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবারে করোনার ফলোআপ রিপোর্ট তার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন ১৪ দিন পর তার আরও একবার টেস্ট করা লাগবে। এ অবস্থায় বাবুকে গ্রেপ্তার করা অমানবিক।’
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।