দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল মাদক অভিযান চালিয়ে ৫৪৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে।
মঙ্গলবার উপজেলার খলিশাকুন্ডি, ভাগজোত এবং হোসেনাবাদ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানা পুলিশের সূত্র জানায়, দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশের একটি দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি এলাকার কাতলামারী পশুহাটের নিকট অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আবু সাইদ (২০) ও রজব আলী (২৪) কে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা পাটখড়ি বোঝাই করা আলমসাধুতে ( গ্রামীন ইঞ্জিন চালিত, তিন চাকার গাড়ি) অভিনব কায়দায় মাদক পাচার করছিল।
আরও দেখুন–লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)
অপরদিকে একই দিন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা এলাকার মুনছুর মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী নজিবুল মন্ডলের (৩৬) বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। তাছাড়াও উপজেলার হোসেনাবাদ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কাকন মন্ডল (২৬) কে আটক করেছে পুলিশ।