রাঙ্গামাটি প্রতিনিধি
বান্ধবীর জন্মদিনে যাওয়া হলো না তার। জন্মদিনের উপহার দিতে মায়ের কাছে ১০০ টাকার বায়না ধরেছিলো, সে টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন স্কুলছাত্রী এক কিশোরী।
রবিবার রাত সাড়ে ৮টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফএ টাইপ কোয়ার্টারের নিজ ঘরে ওই কিশোরী আত্মহত্যা করেন। আত্মঘাতী কিশোরী কেপিএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন বলেন, দরিদ্র পরিবার হওয়ায় মেয়ের চাওয়া ১০০ টাকা দিতে পারেননি মা। তবে মেয়ে অভিমান করলে মা টাকা ধার নেওয়ার জন্য পাশের বাসায় গিয়েছিলেন। এ সুযোগে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মেয়েটি।
আরও দেখুন-রাস্তা তৈরিতে বাধা দুটি গাছ
পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সোমবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে ওসি জানান।