২০ জানুয়ারি জো বাইডেনের শপথ, থাকবেন না ট্রাম্প

0
141
৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। একইসঙ্গে শপথ নেবেন দেশটির প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, স্থানীয় সময় দুপুর বারোটায় ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে রাজধানী ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ একটি ‘অভিষেক’ অনুষ্ঠান দিয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করাবেন।

মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের পরে ২০ জানুয়ারি দুপুর ১২টায় বিদায়ী প্রেসিডেন্টকে পাশে নিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘটে, অভিষিক্ত হন নতুন প্রেসিডেন্ট। এমনকি, যে প্রার্থী সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ভোটে হেরেছেন, তিনিও পাশে দাঁড়িয়েই এই দিনটিকে পালন করেন। কিন্তু এবার ঘটতে যাচ্ছে ব্যতিক্রমী ঘটনা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬ ইলেক্টোরাল ভোট পেয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর ২৩২ ভোট পেয়ে পরাজিত হন ডনাল্ড ট্রাম্প। প্রায় তিন দশকের মধ্যে তিনিই প্রথম যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হলেন। তার আগে ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ এই পরীক্ষায় হেরে গিয়েছিলেন।