৩১ মে এসএসসি’র ফল প্রকাশ

0
134
SSC-Dro-24-p-8-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড আগামী ৬-৭ জুন থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। তবে নতুন শ্রেণীতে কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নির্ভর করছে বর্তমান করোনা পরিস্থিতির উপর। আগস্টে ক্লাস শুরু করার লক্ষ্যে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং ৫০ দিনের মধ্যে অনলাইন ভর্তি কার্যক্রম শেষ করতে হবে বলেও প্রস্তাবে জানানো হয়।

অনলাইন ভর্তি এবং ক্লাস শুরুর সময় সম্পর্কে বোর্ড সূত্র জানান, এ বছর সম্পূর্ণ অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। সম্ভাব্য সময় হিসেবে প্রথম ধাপের ভর্তি আবেদন গ্রহণ আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত। ২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম। আবেদন প্রক্রিয়া শেষে ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলতে পারে ১৭ জুলাই এবং তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে শেষ হতে পারে ২৪ জুলাই। ওইদিন রাতে ফল প্রকাশ করা হবে।

দেশব্যাপী সাধারণ ছুটি কারণে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা সম্ভব হয়নি।