কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে প্রবীণ সাংবাদিকের মৃত্যু

0
110

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে থেরাপি নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে কে এম সিদ্দিকুর রহমান (৬০) নামের এক প্রবীণ সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভার এলংগীপাড়া গ্রামের নিজবাড়িতে এদুর্ঘটনা ঘটে। তিনি কুমারখালী রিপোটার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক বিসনেস ফাইল পত্রিকার উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

কুমারখালী রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক আবু দাউদ রিপন জানান, সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমান প্যারালাইজড, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানারোগে আক্রান্ত ছিলেন। তিনি শরীরে প্রচন্ড ব্যাথা অনুভব করতেন। সেকারণে তিনি এক ধরনের কম্পনযন্ত্র দ্বারা থেরাপি গ্রহণ করতেন।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টর দিকে ওই যন্ত্রের সাহয্যে থেরাপি নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ এক কন্যা সন্তান রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক সিদ্দিকুর রহমান তাঁর নিজ বসতবাড়ির জমি পাগলা বাবার দরবার শরীফের নামে দান করে গেছেন। সাংবাদিক সিদ্দিকুর রহমানের ওছিয়ত অনুযায়ী ওই বাড়ির উন্মুক্ত একটি ঘরের মেঝেতে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন বলেন, সাংবাদিক সিদ্দিক বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই মারা যান।

এদিকে সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।