কুষ্টিয়ায় পলাতক যুবদল নেতা বিপ্লব আটক

0
165
Kuhtia-Dro-24-p-6

কুষ্টিয়া প্রতিনিধি

একটি নাশকতা মামলায় আসামী হবার পর থেকে পলাতক ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব।

কুষ্টিয়া মডেল থানা পুলিশ মঙ্গলবার পলাতক আসামী বিল্পবকে ওই মামলায় আটক করেছে ।

পুলিশ সুত্রে জানা গেছে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার বটতৈল মোড়ে নাশকতার জন্য অবস্থান করা কয়েকজনকে আটক করা করা হয়েছিল। এ সময় অন্য আসামীরা পালিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানায় সেই দিনই একটি মামলা দায়ের হয়। মামলা নম্বর ছিল-১৪। নাশকতার মামলায় পলাতক আসামীদের কুষ্টিয়া জেলা যুবদল নেতা বিপ্লব ছিল।

মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানার এসআই মনির উদ্দিন দুপুর আড়াইটার দিকে আইলচারা বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা বিপ্লবকে আটক করেছে। এদিকে পুলিশের দাবী করা তবে জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন

করোনা টেস্টের নামে স্বামী-স্ত্রীর প্রতারণা