অনুরাগ কাণ্ডে বিচারের দাবিতে রাষ্ট্রপতিকে পায়েলের চিঠি

0
125
DROHO-14-P-2
ছবি এনএনবি

দ্রোহ বিনোদন ডেস্ক

অনুরাগ মামলায় বিচারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন পায়েল ঘোষ। চিঠির ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। চিঠিতে মুম্বই পুলিশের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেয়ারও অভিযোগ করেছেন অভিনেত্রী।

আগে বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছিলেন পায়েল। নিজের সেই টুইটে পিএমও এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকেও ট্যাগ করেছিলেন। এবার টুইট করলেন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠি।

নিজের চিঠিতে পায়েল অনুরাগ কশ্যপের বিরুদ্ধে আনা অভিযোগের ধারাগুলি উল্লেখ করে জানান ২২ সেপ্টেম্বর তিনি ভরসোভা থানায় নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্ত খুবই প্রভাবশালী। কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে এই অভিযোগ আনা হলে সেদিনই তাঁকে গ্রেপ্তার করা হত। কিন্তু এই প্রভাবশালী অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই এখনও পর্যন্ত নেয়া হয়নি। এর আগে বিচারের দাবিতে অনেকের দ্বারস্থ হয়েছেন বলেও জানান পায়েল। এবার রাষ্ট্রপতির কাছে আবেদন জানালেন তিনি। নিজের এই টুইটটিও পিএমও-কে ট্যাগ করেছেন এই অভিনেত্রী।

এদিকে অনুরাগ কা-ে বিনা কারণে তাঁর নাম জড়ানোয় পায়েলের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন রিচা চড্ডা। অযথা তাঁর নাম জড়ানোর জন্য পায়েলের ক্ষমা চাওয়ার শর্ত রেখেছিলেন রিচার আইনজীবী।

জানা গেছে, আদালতে পায়েলের পক্ষ থেকে সেই শর্ত মেনেও নেয়া হয়েছিল। কিন্তু পরে সামাজিক মাধ্যমে পায়েল জানিয়ে দেন তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। মঙ্গলবার আলোচনার মাধ্যমে রিচা ও পায়েলকে সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছে মুম্বায় হাই কোর্ট। সমস্যা মেটানোর জন্য দুই পক্ষকে দুই দিন সময় দেয়া হয়েছে।