অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

0
114
Kalukhali-dro-1-p-6
সংবাদ সন্মেলন

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবে শিকজান গ্রামের অপহৃত স্কুল শিক্ষার্থীর উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার সকাল সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনে কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক’কে এই অপহরনের সাথে জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবার।

সংবাদ সম্মেলনে ওই শিক্ষার্থীর পিতা হুমায়ন কবির বলেন, ২০ জুন বিকালে আমার মেয়ে মৃগী বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়। সন্ধা নাগাত বাড়ি ফিরে না আসায়। পরিবারের সবাই চিন্তিত ছিলাম। এরপরে জানতে পারি আমার মেয়েকে অপহরন করা হয়েছে। আর অপহরন করেছে শিকজান গ্র্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে পল্লব মন্ডল।

কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হকের সহযোগীতায় আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে আমি কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছি।

তৌহিদুল ইসলাম বলেন, আমি বিগত ২টি নির্বাচনে নূরে আলম সিদ্দিকী হকের পক্ষে সরাসরি কাজ করেছি। কিন্তু তিনি আমাদের সাথে এরুপ আচরণ করবেন সেটা আমাদের জানা ছিলোনা। আমি নিজে দেখেছি ওই স্কুল ছাত্রী অপহরনের সময় তিনি সাথে ছিলেন। আমরা প্রশাসনের মাধ্যমে এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

মৃগী ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার এই স্কুল ছাত্রী অপহরনের সাথে কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক জড়িত দাবী করে বলেন, কৃষকলীগ নেতা তার নিজের ফেইজবুক পেজে ওই মেয়ের বিবাহ সংক্রান্ত নোটারী পাবলিকের ষ্টাম্প বিবাহের প্রমান স্বরুপ দিয়েছেন। সে যদি জড়িত না থাকে, তাহলে তিনি এটা কিভাবে জানেন। তিনি আরও বলেন, নোটারী পাবলিকে মেয়ের বয়স দেখানো হয়েছে ১৮ বছর ৬ মাস তবে স্কুল সার্টিফিকেট অনুযায়ী ওই মেয়ের বয়স ১৬ বছর ৯ মাস ২৬ দিন।

আরও পড়ুন করোনা কালের ক্রীড়া অঙ্গণ

এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের মোতালেব মন্ডলের ছেলে ও অপহৃত স্কুল ছাত্রীর পিতা হুমায়ন কবির।