অবশেষে ট্রেনে করে গরু এলো ঢাকায়

0
83
ট্রেনে চেপে কোরবানির গরু এলো ঢাকায়

দ্রোহ অনলাইন ডেস্ক

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কোরবানি ঈদের গরু এলো ট্রেনে করে।

বুধবার সকালে পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, জামালপুর, ইসলামপুর থেকে গরুবাহী ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়েছে।

তিনি বলেন, ২৫টি ওয়াগনে মোট ২৭০টি গরু এসেছে। গরু প্রতি মাত্র ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় ট্রেন পরিচালনা করতে পারছিল না রেলওয়ে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা বলেন, “বুকিং না থাকায় এ অঞ্চল থেকে কোনো পশুবাহী ট্রেন চালু করা সম্ভব হয়নি।”