অবৈধ প্রক্রিয়ায় চানাচুর তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

0
197
রাজবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় চানাচুর উৎপাদন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজার ও পাংশা দত্ত মার্কেটে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ার চানাচুর তৈরি করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভ্রাম্যমান আদলত

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বিপাশা চানাচুর ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ার চানাচুর তৈরির দায়ে বিপাশা চানাচুর ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে পাংশা দত্ত মার্কেটের মোবাইল ফোনের দোকানগুলোতে নকল ও অবৈধ হ্যান্ডসেট বিক্রি করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে এবং ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্যও পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।