অভিনব প্রতারণাঃ খোকসার ইউএনও’র নম্বর ক্লোন

0
107
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে ল্যাপটপ দেওয়ার আশ্বাস দিয়ে মাধ্যমিকের এক প্রধান শিক্ষকের কাছ থেকে ২৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ চক্র থেকে সাবধান হতে স্ট্যাটাস দিয়ে সতর্ক করলেন ইউএনও।

জানা গেছে, সোমবার বিকালে উপজেলার আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের নম্বরে একটি কল আসে। এ সময় শিক্ষকের মোবাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী মোবাইল নম্বরটি ভেসে ওঠে। অপর প্রান্ত থেকে শিক্ষককে জানানো হয়- বিদ্যালয়ে ৫৫ হাজার টাকা মূল্যের ল্যাপটপ দেওয়া হবে। এ জন্য ল্যাপটপ প্রতি সেলামী বাবদ ৯ হাজার করে টাকা বিকাশ পাঠাতে হবে।

এ নির্দেশমত শিক্ষক আব্দুস সামাদ খা বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা পাঠান। যার নম্বর ০১৭২৯ ৬০৮৫৯১। এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিকটবর্তী আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুস ছাত্তারকে উদ্ধুদ্ধ করেন ওই শিক্ষক। এর পরই প্রতারণার ঘটনাটি প্রকাশ পায়। প্রতারণার শিকার শিক্ষক রাতেই উপজেলা নির্বাহী কর্মকতাকে বিষয়টি জানান।

আরও পড়ুন শৈলকুপায় বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রী ধর্ষণ

এসব ঘটনার পর সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিশিয়াল ফেসবুকে সরকারী মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে বলে স্ট্যাটাস দেন।

এ ব্যাপারে ওই রাতেই আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকসা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন জলমগ্ন স্কুলের মাঠঃ স্পট ধুবইল স্কুল

আমলাবাড়ী মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ খাঁ’র সাথে ফোনে কথা বলা হয়। তবে এ ব্যাপারে কথা বলেননি ওই শিক্ষক।

আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার জানান, নিকটবর্তী আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ খাঁ তাকে প্রতারকদের মোবাইল নম্বর দেন। তিনি কথা বলে প্রতারণার ঘটনাটি বুঝে ফেলেন। তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিডি করেছেন বলেও জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, আমলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে তার সরকারী মোবাইল নম্বর ক্লোনের বিষয়ে জানতে পারেন। একই প্রতারক চক্র মঙ্গলবার অপর এ শিক্ষা কর্মকর্তার ফোনে কল করে প্রতারণা করার চেষ্টা করে। ২৭ হাজার টাকা প্রতারনার শিকার প্রধান শিক্ষক থানায় জিডি করেছেন। তিনি নিজেও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছেন। তবে শিক্ষকের কিছু বোকামি আছে বলেও তিনি মন্তব্য করেন।