আগের নিয়মে ভর্তি পরীক্ষা নেবে ইবি

0
98
EB123

ইবি প্রতিনিধি

আগের নিয়মেই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অটোপাস হওয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপরে থাকা ২০ নম্বর বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টরাও সভায় অংশ নেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আট অনুষদ, ৩৪ বিভাগ ও সংশ্লিষ্ট উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বাংলা বিভাগ গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিল। তা গৃহীত হয়নি। এদিকে এবারের ভর্তি পরীক্ষা ১২০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরে নেওয়ার পরামর্শ দিয়েছে সিংহভাগ বিভাগ। এইচএসসি পরীক্ষায় অটোপাস হওয়ায় ফলাফলের ওপরে থাকা ২০ নম্বর বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে বিভাগগুলো। অর্থাৎ ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন, ২০ নম্বরের লিখিত ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপরে ২০ নম্বর রাখার পরামর্শ দিয়েছেন বিভাগীয় সভাপতিরা। এছাড়া ভর্তি পরীক্ষার কমিটি গঠনের ক্ষেত্রে কোর-কমিটিতে উপাচার্য মনোনীত সদস্য না দেওয়া, কমিটির সদস্য বাড়ানোসহ বিভাগীয় সভাপতিরা বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, আগের নিয়মে ভর্তি পরীক্ষা প্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাকি নিয়মাবলী নির্ধারণ করা হবে। সভায় কেবল বাংলা বিভাগ গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছে। তবে তা গৃহীত হয়নি।