আফ্রিদির পছন্দ কে, ধোনি নাকি পন্টিং?

0
100
Afridi-Dhoni-Ponting-Dro-30-7-p-22
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

টানা দুই বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন রিকি পন্টিং। টেস্টেও তার নেতৃত্বের রেকর্ড দুর্দান্ত। মহেন্দ্র সিং ধোনি আইসিসির তিনটি টুর্নামেন্টে শিরোপাজয়ী অধিনায়ক, তার নেতৃত্বেই প্রথমবার আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।

দুজনের একজনকে বেছে নেওয়া কঠিন। তবে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি অধিনায়ক হিসেবে খানিকটা এগিয়ে রাখলেন ধোনিকে।

টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে আফ্রিদির কাছে একজনের প্রশ্ন ছিল, তুলনামূলক ভালো অধিনায়ক কে, ধোনি নাকি পন্টিং?

আফ্রিদি জানালেন তার ভাবনা, ধোনিকে আমি পন্টিংয়ের চেয়ে একটু ওপরে রাখি, কারণ সে তরুণদের নিয়ে নতুন একটি দল গড়ে তুলেছিল। পরিসংখ্যান এগিয়ে রাখছে অধিনায়ক পন্টিংকে। ২৩০ ওয়ানডেতে টস করে রেকর্ড ১৬৫ ম্যাচে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন পন্টিং।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

২০০ ওয়ানডেতে অধিনায়ক ধোনির জয় ১১০টি। টেস্টে ৭৭ ম্যাচে ৪৮টিতে জয়ের হাসি ছিল অধিনায়ক পন্টিংয়ের। ধোনির নেতৃত্বে ভারত জিতেছে ৬০ ম্যাচের ২৭টি। তবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটিতেই শিরোপার স্বাদ পাওয়া একমাত্র অধিনায়ক ধোনি।