আবার জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত

0
112
ছবি সঙগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেটের ফেঞ্চুগঞ্জে জ্বালানি তেলবাহী একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় ছড়িয়ে পরা তেল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে এমন আশঙ্কায় সবাইকে নিরাপদে থাকতে মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।

বৃহস্পতিবার দিনগত রাতে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় আট বগির ট্রেনটির সাতটি বগিই লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো থেকে আশপাশ এলাকার ঘরবাড়ি এমনকি পুকুরের পানিতেও জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। অনাকাক্সিক্ষত অগ্নিকান্ড ঠেকাতে এবং মানুষকে নিরাপদে থাকতে মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে আশপাশ এলাকা জ্বালানি তেলে ছড়িয়ে পরে। অনেকে এ তেল সংগ্রহ করেছেন। তবে ছড়িয়ে পরা তেলের কাছে জনসাধারণকে না যাওয়ার জন্য মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।