আম্পানের প্রভাব কাটেনি ঝিনাইদহে বিদ্যুতে

0
100
Amfan-Dro-23-p-3-compressed
ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের লাইন।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পান আঘাত হানার দুই দিন পার হয়ে গেলেও জেলার সিংহভাগ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার সকালে দমকা হাওয়া শুরু হলে ঝিনাইদহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে গ্রামাঞ্চল এখনও অন্ধকারে ডুবে আছে।

জেলার বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তারা বলেন, প্রলংয়কারী আম্পানের তান্ডবে পল্লী বিদ্যুতের প্রায় দু’শ পোল ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩০টি পিলার ভেঙে পড়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে বৈদ্যতিক সংযোগ লাইন ছিঁড়ে যায়। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কার কাজ চলছে। তবে কবে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে তা বলতে পারেনি স্থানীয় কর্মকর্তারা।