ইবিতে শিক্ষককে হত্যার হুমকিঃ সহকারী প্রক্টরকে অব্যাহতি

0
101
শিক্ষক এম এম নাসিমুজ্জামান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষককে হত্যার হুমকি দেওয়া সেই শিক্ষক কে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক এম এম নাসিমুজ্জামান কে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেন ব্যবস্থাপনা বিভাগের এই সহযোগী অধ্যাপক।

অভিযোগের ভিত্তিতে ভিসি কার্যালয়ে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

সূত্রে জানায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসিমুজ্জামান পূর্ব শত্রুতার জেরে সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেন। এমনকি লাঠি হাতে মারতে তেড়ে আসেন।

এসময় তাকে উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা নিবৃত্ত করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ওই দিন বিকালে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী ওই শিক্ষক।

একইসঙ্গে শনিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্ট্যাটাস দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচারপূর্বক উপযুক্ত শাস্তির দাবি করে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী আবাসিকতা বাতিলের দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষক-কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দীন (আবাসিক শিক্ষক) এ ঘটনায় বিব্রত দাবি করেন।