ঈশ্বরদীতে রেলওয়ের অবৈধ ১১০ বাসাবাড়ি উচ্ছেদ তিন ব্যক্তির জেল

0
180
ঈশ্বরদীতে রেলওয়ের অবৈধ ১১০ বাসাবাড়ি উচ্ছেদ

পাবনা প্রতিনিধি

পাকশী রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগের পক্ষ থেকে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান। এ সময় পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন মাহমুদ, রেল ও বেঙ্গল থানার কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযানে ১১০ টি অবৈধ বাসাবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে তোফাইল হোসেন, সুমন ও মাসুম নামের তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৭ দিন থেকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান সাংবাদিকদের জানান, রেলওয়ের জমির ওপর গড়ে ওঠা  অবৈধ সকল বাসাবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।