ঈশ্বরদী’র ভবানীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

0
147
পাবনার অবহেলিত রাস্তা

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর ভবানীপুর উত্তর পাড়ার রাস্তার নেই কোন আইডি নাম্বার না থাকায় রাস্তা সংস্কারের কাজ হচ্ছে না। বৃষ্টির দিনে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে। কিন্তু এ রাস্তা দেখভাল করার কেউ নেই।

এ বিষয়ে এলাকাবাসী জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা পাকা করার জন্য অনেক বার যাওয়া হয়েছে কিন্তু মেলেনি রাস্তার কোনো আইডি নাম্বার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, রাস্তাটির আইডি নাম্বার ও ম্যাপ না থাকায় আমরা রাস্তার কাজে হাত দিতে পারছি না। তবে এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী বিভাগের সাথে কথা বলে আমরা যত দ্রুত সম্ভব কাজটি করা যায়। সে বিষয়ে কথা বলব।

এলাকাবাসী আরও জানান, এ এলাকায় ৮০০-৯০০ মানুষের বসবাস। বৃষ্টির মৌসুমে তারা ঘর থেকে বাহিরে বের হতে পারে না। অসুস্থ রোগীকেও সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না, বলে তারা অভিযোগ করেছেন।

স্থানীয় রেনু (৭৫) নামক এক মহিলা জানান, আমাদের এই রাস্তা আর ধানের মাঠের মধ্য কোনো পার্থক্য নাই। এই জন্য এই রাস্তায় আমরা ধান লাগিয়ে খাবো। আমরা আর রাস্তা চাই না। আর তাই এলাকাবাসী ধান লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে।