উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করায় চেয়ারমান গ্রেপ্তার

0
94
jhanaidaha-wcM18-P-16-compressed
প্রিতিকী ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় জেলা শহরের বাসা থেকে ওই চেয়ারম্যান ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ৬নং ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

লাঞ্ছিত উপজেলা প্রকৌশলী রওশন হাবিব জানান, ওই চেয়ারম্যান দুপরে একটি ঠিকাদারী কাজের বিল নিয়ে অফিসে আসেন। এক পর্যায়ে তিনি বাদানুবাদে জড়িয়ে পরেন। তাকে (প্রকৌশলী) অফিসের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে মারতে তেড়ে আসেন। এ ঘটনায় তিনি বিকালে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ।

প্রকৌশলী রওশন হাবিব জানান, উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজ হচ্ছে। এ জন্য ২ কোটি ২৩ লাখ টাকার বিল এসেছে। ঈদ সামনে রেখে সব ঠিকাদারকেই কম বেশি বিল পরিশোধ করা হচ্ছে। কিন্তু ওই চেয়ারম্যান একাই সব টাকা নিতে চান। ঠিকাদারদের মাঝে টাকা ভাগ করে দিতে চাওয়া চেয়ারম্যান তার উপর ক্ষিপ্ত হন।

আটক চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বিল নিতে গেলে উপজেলা প্রকৌশলী তার কাছে ঘুষ দাবি করেন। এ জন্য তার সঙ্গে তর্কবিতর্ক হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রকৌশলী মামলা করেছেন। অভিযুক্ত ওই চেয়ারমানকে গ্রেপ্তার করা হয়েছে।