ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

0
113
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেনার দায়ে বিষপানে এক কৃষক আত্মহত্যা করেছেন।

আত্মঘাতী কৃষক উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর মুনসীপাড়া গ্রামের শুকুরুদ্দিনের ছেলে জোবদুল হোসেন (৫০)।

জানা গেছে, রবিবার সকালে স্থানীয় এক যুবক ক্ষেতের মধ্যে জোবদুলের লাশ দেখতে পায়। তার খবরের ভিত্তিতে আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

পরে পুলিশ খবর পেয়ে পরিবারটির কাছ থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী সাজেনুর বেগম বলেন, গতরাতে এক সঙ্গে বাড়িতে ঘুমিয়েছি। রাত সাড়ে ১১টার দিকে ঘুম ভেঙ্গে দেখতে পাই পাশে স্বামী নেই। সে সময় থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এর পর সকালে জানতে পারি, আমার স্বামীর লাশ মাঠে পড়ে আছে।

নিহতের স্ত্রী আরও জানান, তার স্বামী বর্গা জমি চাষ করবার জন্য কয়েকটি এনজিও ও ব্যাংক থেকে কিন্তু চাষে লোকসান হওয়া দেওলিয়াতে পরিণত হয়। একদিকে ব্যাংক এবং এনজিও কর্মকর্তাদের চাপের মুখে কিস্তি দিতে ব্যার্থ হয়ে লজ্জায় কৃষক আত্মঘাতী হন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ ব্যাপারে বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শুনেছি এনজিও ও ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে জোবদুল বিষপানে আত্মহত্যা করেছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।