ঋন পরিশোধের জন্য বিক্রিকরা সন্তান ফেতর পেলেন হাসিনা

0
149
DROHO-LALMONYHAT-10-P-2
ফিরে পাওয়া সন্তান কোলে প্রতিবন্ধি মা-ছবি সংগ্রহ।

দ্রোহ অণলঅইন ডেস্ক

ঋণের টাকা পরিশোধ করতে বিক্রিকরা একদিনের সন্তান ফেরত পেলেন প্রতিবন্ধি মা হাসিনা। সাথে পেলেন সরকারি ঘর ও ভাতার কার্ড।

গত মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুদ্ধিপ্রতিবন্ধী মা হাসিনা বেগম (৩৫) একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন। অভাবের মাঝে সন্তানকে প্রতিপালনের চিন্তায় পড়েন মা হাসিনা। এ দিকে ঋনের টাকা পরিশোধ করতে তার স্বামী জোকতার আলীর এক দিনের শিশুকে ২০ হাজার টাকায় বিক্রি করেদেন।

একদিনের সন্তান বিক্রি করে ঋণ পরিশোধ করলেন মা এ নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দেখে ঢাকা মেট্রোপটলিটন পুলিশের গোয়ন্দা শাখার (ডিবি) এডিসি আহসান খানসহ জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম শিশু বিক্রেতার মার বাড়িতে যান। অবশেষে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রতিবন্ধী হাসিনার কোলে নব জাতককে তুলে দেওয়া হয়।

হাসিনা বেগম আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টেপারহাট গ্রামের জোকতার আলীর স্ত্রী। তিনি একই এলাকার তালুক হরিদাস নয়াটারী গ্রামের মৃত আজিজার রহমানের মেয়ে।

করোনাকালে মাঠে কাজ না থাকায় বেকার হয়ে হাসিনা বেগম স্থানীয়ভাবে ঋণ নিয়ে সংসার চালান। দেনা হয়ে যান প্রায় ১০ হাজার টাকা। এরই মধ্যে গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে হাসিনা বেগম একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন।