এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ পাশ করেছে

0
98
ssc-result-Dro-31-p-7-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এই ফল প্রকাশ করেন।

২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী পাস করেছে। গড় পাশের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮৭ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। যা গতবছরের তুলনায় ৩০ হাজারেরও বেশী। এ বছর পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাশ করেছে। ছাত্রদের পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পাশের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাশের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী ছিল। এসব শিক্ষার্থীরা প্রায় ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের। তারা ৩ হাজার ৫১২টি কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিল।

গত শিক্ষা বর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪জন।

মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। তবে শিক্ষা বোর্ডগুলো বিশেষ ব্যবস্থায় ওএমআর সিট এনে মে মাসেই ফল প্রকাশ করছে।