এ বছরের শেষে আসবে চীনা প্রতিষেধক

0
82
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের আবিষ্কার করা করোনা ভাইরাসের প্রতিষেধক এ বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে।

সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন চীনা কমিউনিস্ট পার্টির এক সংবাদপত্রকে বলেছেন, প্রতিষেধকটির জন্য এক হাজার ইয়েনেরও (১৪০ মার্কিন ডলার) কম খরচ হবে এবং ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে এ প্রতিষেধক দেওয়া হবে।

তিনি বলেন, বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের প্রতিষেধক দেয়ার প্রয়োজন হবে, তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের তা প্রয়োজন হবে না।

গুয়ামিং ডেইলিতে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ প্রতিষেধ সেবন করতে হবে না।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

বছরে ২২ কোটি ডোজ প্রতিষেধক উৎপাদনের সক্ষমতা রয়েছে এ প্রতিষ্ঠানটির।