ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাইগারদের সিরিজ জয়

0
113
ছবি সংগৃহীত

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সফরে চেনা ওয়েস্ট ইন্ডিজ আসলে সিরিজের উচ্ছ্বাস কিছুটা বাড়ত। তবে ফেবারিট টাইগাররাই থাকত।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ফেবারিটের মতো ৭ উইকেটে জিতেছেন সাকিব-তামিমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরে তুলেছে টানা তিন সিরিজ।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার ম্যাচে মেহেদি মিরাজ বল হাতে ঘূর্ণি তোলেন। ক্যারিয়ারের ৪৩তম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেন। ২৫ রানে ৪ উইকেট নেন। অধিনায়ক হিসেবে ঘরের মাঠে শততম ওয়ানডে খেলতে নামা তামিম ইকবাল ৫০ রানে ইনিংস জেতেন।

দ্বিতীয় ম্যাচে টস জিতেও ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ঝলমলে রোদে উইকেট ব্যাটিং সহায়ক হবে ভেবেছিল তারা। কিন্তু বাংলাদেশের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি সফরকারীরা। ৪৩.৪ ওভারে খেলে ১৪৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৩৩.২ ওভারে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বল হাতে প্রথম ধাক্কাটা দেন মুস্তাফিজ। এরপর মেহেদি মিরাজ এবং সাকিব তাদের কোণঠাসা করে ফেলে।

রোভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। এছাড়া ৩০ বছর বয়সী অভিষিক্ত ওপেনার কেজরন ওটলি ২৪ রান যোগ করেন। এনকরুমা বোনারের ব্যাট থেকে আসে ২০ রান। শেষ দিকে আলজারি জোসেপ ১৭ এবং আকিল হোসেন ১২ রান যোগ করেন।

এ ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে হার না মানা ৪৩ রানের ইনিংস। মুশফিক করেন অপরাজিত ৯ রান। তার আগে ওপেনার লিটন দাস ২২ এবং নাজমুল হোসাইন শান্ত ১৭ রান যোগ করেন।

মিরাজের চার উইকেট ছাড়াও সাকিব এবং মুস্তাফিজ দুটি করে উইকেট নেন।

আগামী ২৫ জানুয়ারি ক্যারিবীয়দের হোয়াইট ওয়াস করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।