কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ ভাই নিহত

0
116
Dro-Cox-17-7-p-20
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন। তবে পুলিশের বক্তব্য, তারা দুইজনই মাদক ব্যবসায়ের সাথে যুক্ত। নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার হাকিম আলীর ছেলে আজাদুল হক (২৩) এবং তার বড় ভাই মোহাম্মদ ফারুক (৩৭)।

শুক্রবার ভোরে জেলার টেকনাফ ইউনিয়নের চকবাজার এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে আজাদুল ও ফারুককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দুই ভাই মৌলভীবাজার এলাকা থেকে ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকারও করেন।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

শুক্রবার ভোরে তাদের নিয়ে মাদক উদ্ধারে গেলে, ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পুলিশকে লক্ষ করে তাদের সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ভাই গুলিবিদ্ধ হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দুটি বন্দুক ও ১১টি গুলি পাওয়া গেছে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, আজাদুল হকের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ফারুকও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী