করোনায় আত্রান্ত সাংবাদিক আব্দুুস শহীদ মারাগেছেন

0
156
KRONA-DRO-23-P-3
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ।

রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী জানিয়েছেন।

আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে।

সহকর্মীরা জানান, গত ২৫ জুলাই আব্দুস শহীদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৭ জুলাই তাকে উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

আব্দুস শহীদের সাংবাদিকতার শুরু গত শতকের আশির দশকে। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছিলেন। ইসলামিক টেলিভিশনের বার্তা বিভাগেও তিনি কাজ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করা শহীদ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ছিলেন। স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন আব্দুস শহীদ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী পৃথক বার্তায় আব্দুস শহীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।