করোনায় নতুন শনাক্ত বার’শ ৫১ জন, মৃতের সংখ্যা ২১ জন

0
83
covid-19-DRO-P-4-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আরও ২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে (কোভিড-১৯)। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ১২১ জনে আর মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জনে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯৯৩ জন।

মারা যাওয়াদের তালিকায় রয়েছে, ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের একজন।

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৯ লাখ। মৃতের সংখ্যা তিন লাখ ২০ হাজার ছাড়িয়েছে। তবে ১৯ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।