করোনা জয়ী জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা

0
160
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ ২২ দিন প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।

সোমবার সকাল ১০ টায় অফিসে আসেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দেখে অভিভূত হন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৃনাল কান্তি দে’র নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন করোনা জয়ী জেলা প্রশাসক আসলাম হোসেনকে।

৬ জুন হঠাৎ অসুস্থ্য বোধ করায় তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তাঁর করোনা পজেটিভ আসে। এর পর থেকে শুরু হয় ঘাতক ব্যাধী করোনার সাথে যুদ্ধ। সে দিন থেকেই তিনি নিজ সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ শুরু করেন। ১১দিন এবং ১৪ দিনের মাথায় পর পর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাকে করোনমুক্ত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ( ফাইল ছবি)

বাসায় আইসোলেশনে থাকা অবস্থায়ও জেলা প্রশাসক ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে সহকর্মীদের সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। কাজে যোগ দিয়ে করোনাজয়ী জেলা প্রশাসক আসলাম হোসেন করোনা জয়ের অনুভূতি প্রকাশে বলেন, এই যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে মহান আল্লাহর উপর ভরসা এবং কঠোর মনোবল শক্তি বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসকের পরামর্শ অনুসরণের পাশাপাশি ঘরোয়া মসলা জাতীয় উপাদানসহ গরম পানির উষ্ণতা গ্রহণ করলে সুফল পাওয়া যায়।

আরও পড়ুন বুড়িগঙ্গাতে লঞ্চডুবি, ১৭ জনের মৃতদেহ উদ্ধার

তিনি আরও বলেন, চিকিৎসার বাইরেও কিছু নিজস্ব চিকিৎসা আছে যেমন গরম পানির ভাপ নেওয়া, ফুসফুসের এক্সারসাইজ করা, রোদে থাকা, কিছু মসলা জাতীয় জিনিস দিয়ে গড়গড়া করা এরকম কিছু টোটকা চিকিৎসা আছে যা মেডিকেল সাইন্স সাপোর্ট না করলেও করোনা থেকে উপশম পেতে বেশ ফলপ্রসু বলে মনে হয়েছে। তবে দৃঢ় মনোবল বজায় রাখাটা অত্যন্ত জরুরী।