করোনা থেকে রক্ষা পেতে জীবানুনাশক পান করলেন নারী

0
191
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রাণঘাতী কোভিড-১৯ থেকে নিজেকে দ্রুত সুস্থ করতে কুষ্টিয়ায় এক রোগী জীবানুনাশক পান করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা এক নারী এমন ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তাপস কুমার সরকার বলেন, করোনা আক্রান্ত এক নারী রোগী জীবানুমুক্ত এবং দ্রুত সুস্থ হতে বাড়িতে থাকা জীবানুনাশক লাইজল খেয়েছিলেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে জীবানুনাশক কম খাওয়াতে তিনি আপাতত আশঙ্কামুক্ত আছেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ এক নারীকে তার পরিবারের সদস্যরা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানায় তিনি কয়েকদিন আগে কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। দ্রুত সুস্থ হবার লক্ষ্যে বাড়ির সকলের অজান্তে নিজে নিজেই জীবানুনাশক লাইজল পান করেছেন।