করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের

0
114
Obaidul-Dro-19-p-6-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সেতুমন্ত্রী শুক্রবার এক ব্রিফিংকালে বলেন করোনা ভাইরাস নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না। করোনার আয়ুষ্কাল নিয়ে ‘অদূরদর্শী ও কান্ডজ্ঞানহীন ‘ বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলেও তিনি মনে করেন।

শুক্রবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কান্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশ তৈরি করেছে এবং এমন ধরনের সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ থেকে করোনা ভাইরাস সহসাই যাচ্ছে না। এটি আরও ২-৩ বছর থাকতে পারে।

তিনি আরও বলেন, জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষার জন্য সরকারকে কাজ করতে হবে। বিভিন্ন দেশ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞের অভিজ্ঞতা অনুসারে করোন ভাইরাসের প্রাদুর্ভাব এক, দুই বা তিন মাসের মধ্যেই শেষ হবে না। এটি দুই থেকে তিন বছর বা তার বেশি সময় ধরে চলবে। তবে সংক্রমণের হার এত বেশি নাও হতে পারে।

শুক্রবার ব্রিফিংয়ে সেতু মন্ত্রী বলেন, করোনার এই মহাসংকটে সম্মুখভাগে থেকে যারা যুদ্ধ করছেন তারা অনেকেই দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ অব্দি ৪২ জন চিকিৎসক ও ২৬ জন পুলিশ সদস্যসহ নার্স ও সাংবাদিক প্রাণ দিয়েছেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ইটভাটা মালিক নিহত

মহামারী করোনার চলমান পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা করা হয়ছে যা ভিষন দুঃখজনক । তিনি এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সেতুমন্ত্রী আরও বলেন, জোনভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পরপরই দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়। যে সকল এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।