করোনা পরীক্ষা করবে কুকুর!

0
135
DROHP-13-10-2020P6
ছবি সংগ্রহ

দ্রোহ ডেস্ক

করোনাভাইরাস নিয়ে হরেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্ব জুড়ে। কেউ বা কিট, কেউ আবার ভ্যাকসিন- নানা বিষয় নিয়ে গবেষণা চলছে বিভিন্ন দেশে।

এবার করোনা নিয়ে যৌথভাবে ব্যতিক্রমী এক গবেষণা চালিয়েছে ফরাসি ও লেবাননি একদল বিজ্ঞানী। বিশেষভাবে প্রশিক্ষিত স্নিফার জাতের কুকুর বিমানবন্দরে যাত্রীদের ঘ্রাণ শুকেই করোনা শনাক্ত করতে পারবে। খবর বিবিসির।

মানুষের ঘামের ঘ্রাণ শুকে করোনা শনাক্তের সফলতা শতভাগ বলে দাবি বিজ্ঞানীদের।

২০টি প্রশিক্ষিত কুকুর দিয়ে লেবাননের বৈরুত বিমানবন্দরে এ গবেষণা চালানো হচ্ছে।

এখানে এ গবেষণা সফল হলে খুব শিগগির বিশ্বে বিভিন্ন বিমানবন্দরে কুকুর দিয়ে করোনা পরীক্ষার এ পদ্ধতি চালু করা হবে।