করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

0
85
Corona-Dro-29-p-2-compressed
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কৃুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপকের মোজাহার আলী (৫৯) শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও দেখুন- খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

মৃত্য কলেজ শিক্ষকের বাড়ি মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকায়। অধ্যাপকের বড় ছেলে অনিক, তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনার প্রাথমিক উপসর্গ সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে অধ্যাপক মোজাহার আলী ৮-১০ দিন নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার শাররীক অবস্থার উন্নতি না হওয়ায় ১২ জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। ফলাফলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??

করোনা শনাক্তের পরপরই পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসার একপর্যায়ে শুক্রবার সকাল ৭টার দিকে শ্বাসকষ্টসহ শারীরিক অন্যান্য জটিলতায় তার অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরন করেন।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

এ অবধি কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী চারজন।