করোনা মহামারি সমাপ্তির স্বপ্ন দেখা যায়- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
111
Covt-19-Droho-5-p6
ছবি সংগ্রহ

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল ইতিবাচক হওয়ায় বিশ্ববাসীকে এই মহামারি সমাপ্তির সম্পর্কে আশার বাণী শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রেয়েসাস।

তিনি করোনা ভ্যাকসিন বণ্টনের বিষয়ে বলেছেন, অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ধনী ও শক্তিশালী দেশগুলো যেন দরিদ্র দেশগুলোকে অগ্রাহ্য না করে। ভ্যাকসিনগুলো অবশ্যই সমানভাবে ভাগ করতে হবে। না হলে অসাম্যতা আরও বৃদ্ধি পাবে এবং কিছু মানুষ আরও পিছিয়ে পড়বেন।

শুক্রবার ইউএন জেনারেল অ্যাসেমবির উচ্চ-স্তরের অধিবেশনে অনলাইনে তিনি এসব কথা বলেন।