করোনা রোধ সম্ভব অ্যান্টিবডি না থাকলেও

0
93
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আমরা সকলেই এ বিষয়ে জানি যে, একবার করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠতে উঠতেই মানব দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং আপনি করোনা ভাইরাস-প্রতিরোধী হয়ে উঠবেন।

তবে নতুন এক জরিপে দেখা যাচ্ছে, যাদের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি নেই। তাদের শরীরেও প্রাণঘাতী এ ভাইরাসের প্রতিরোধের কিছুটা ক্ষমতা রয়েছে।

সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের জরিপটির গবেষকরা বলছেন, অ্যান্টিবডি না থাকলেও ভাইরাস প্রতিরোধের ক্ষমতা আসে ‘টি-সেল’ নামে রক্তে থাকা আরেক ধরনের কোষ থেকে, যার কাজ কোনো দেহকোষে সংক্রমণ হলেই তাকে আক্রমণ করে ধ্বংস করা। একটু অন্যভাবে কাজ করে টি সেল। যারা আগেই সংক্রমিত হয়েছে এমন দেহকোষগুলো টার্গেট করে এবং সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। ফলে ভাইরাস সংক্রমণ থেকে অন্য সুস্থ কোষ আক্রান্ত হতে পারে না। টি-সেলের আছে বিশেষ ধরনের ‘স্মৃতিশক্তি’। তারা ভাইরাসটাকে চিনতে পারলেই এটা কোন কোষগুলোকে সংক্রমিত করেছে তা টার্গেট করে ধ্বংস করতে থাকে। এমন এক জরিপ চালানো হয় ২০০ লোকের ওপর।

গবেষকরা বলছেন, যে ২০০ জন লোকের উপর জরিপ চালিয়েছে তাতে কয়েকজন রক্তদাতা ছিলেন। সুইডেনে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এমন কিছু মানুষও আছে। তবে বিজ্ঞানীরা বলছেন, টি-সেল করোনা ভাইরাসকে সম্পূর্ণ আটকে দিতে পারে কিনা এটা এখনও অজানা। এটা জানার জন্য আরও বিশ্নেষণের প্রয়োজন পড়বে ।