কামাল লোহানীর চিরবিদায়

0
98
Kamal-Dro-20-p-3-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত সাংবাদিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী চিরবিদায় নিলেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কামাল লোহানী রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

লোহানীপুত্র সাগর লোহানী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে চিকিৎসকসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

মে মাসের মাঝামাঝিতে প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীর কিডনির সমস্যাসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৭ জুন সকালে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।