কালুখালী হাসপাতাল থেকে করোনা রোগীরা বাড়ি ফিরলেন

0
102
cav-dro-5-p8-compressed
করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেলেন।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার দুপুরে সুস্থ হওয়া ৩ জন করোনা রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা মুক্ত রোগীরা হলেন উপজেলার বড় কলকলিয়া গ্রামের রিনা বেগম, বাওইখোলা গ্রামের আঃ রহমান ও পাংশা উপজেলার পৌর শহরের কুড়াপাড়া গ্রামের রমজান আলী। এসময় ছেড়ে দেয়া রোগীদেরকে ফুলেল শুভেচ্ছা ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি ছিল। এদের মধ্যে পরপর ২ বার করে ৩ জন করোনা রোগীর নমুনা নেগেটিভ আসায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জালাল জানান, কালুখালী ও পাংশাতে করোনা পজিটিভ রোগীদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জেলা আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের লজিস্টিক সাপোর্টে মেডিকেল অফিসার ডাঃ আল-মামুন, ডাঃ নিউটন সিকদার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা প্রদান করেছেন।