কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বুধবার বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শিলাইদহ ও কয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, মৎস্য সংরণ আইন বাস্তবায়নের ল্েয পুলিশের সহযোগীতায় পদ্মানদীতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ৫০ টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।