কুমারখালীতে কৃষি মেলার উদ্বোধন

0
65

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনের এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, আ’লীগ নেতা শেখ আলতাফ মাহমুদ প্রমুখ।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস। উদ্বোধনী আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বীজ বিতরণ সহ স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।