কুমারখালীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শশুর আটক

0
132
DROHO-KUM-25-09-2020P-6
কুমারখালীতৈ আটক ঘাতক স্বামী ওশ্বশুর

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক সন্তানের মাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ে করা মামলায় স্বামী ও শ^শুরকে পুলিশ আট করেছে। পালিয়ে বেড়াচ্ছে নিহতের শ^াশুরী ও দাদি শ^াশুরী।

এজাহার সূত্রে জানা গেছে, এক সন্তানের মা গৃহবধূ চাঁদনী (২১) কে বাবার বাড়ি থেকে ঘর সাজানো আসবাবপত্র ক্রয়ের জন্য মোটা অংকের টাকা এনে দিতে বলেন শ^শুর বাড়ির লোকেরা। টাকা এনে দিতে ব্যর্থ হওয়ার জের ধরে গত ২২ সেপ্টেম্বর রাতে চাঁদনীর স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ী ও দাদী শ্বাশুড়ী যৌথ ভারে গৃবধূর উপর চড়াও হয়। শুরু হয় তার উপর শারীরিক নির্যাতন। প্রথমে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৃহবধূকে। পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরের ডাবে সাথে ওড়না পেঁচিয়ে কিছু সময় ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীতে নিহত চাঁদনীর বাবার পরিবারকে খবর না দিয়েই ঘাতকরা চাঁদনীকে ঘিরে আত্মহত্যার নাটক সাজায়। বুধবার দুপুরে চাঁদনীর বাবার পরিবার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এ ঘটনায় নিহতের পিতা শহিদুল ইসলাম বাদি হয়ে কুমারখালী থানায় মামলা করেছেন।

চাঁদনী হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী আসাদুজ্জামান নিশান (২৫) ও তার বাবা রিফাজ উদ্দিন শেখ (৫৫) কে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। মামলায় অপর দুই আসামী চাঁদনীর শাশুড়ী শিরিনা সুলতানা (৪৫) ও দাদী শাশুড়ী পূর্ণিমা (৬০) পলাতক রয়েছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, যৌতুকের দাবিতে শ^শুর বাড়ির লোকেরা শারীরিক নির্যাতন চালিয়ে চাঁদনীকে হত্যা করে বলে তার বাবার মামলা করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।