কুমারখালীতে জাতীয় শোক দিবস পালিত

0
115
জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন নানাকর্মসূচী ঘোষনা করেছে।

সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

পরে সরকারি দপ্তরের কর্মকর্তারা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

বেলা ১১টায় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান খান, সহকারি কমিশনার (ভুমি) এম, এ মুহাইমিন আল জিহান, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

এদিকে শহীদ গোলাম কিররিয়া ফাউন্ডেশন ও কুমারখালী ইতিহাস-ঐতিহ্য সংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শোক দিবস। স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, কবিতা পাঠ, “বঙ্গবন্ধু সার্বজনীন” শীর্ষক রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু আহসান বরুন, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম ও শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ্উদ্দিন খান তারেক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শোক দিবস উদযাপন পরিষদের সমন্বয়ক কবি ও নাট্যকার লিটন আব্বাস। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় প্রার্থনা করা হয়।