কুমারখালীতে দুই জনের কারাদণ্ড

0
98
Knmarkhily-dro-6-p16-compressed
কুমারখালীতে দণ্ডপ্রাপ্তরা।

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভেজাল নারকেল তেল বিক্রির দায়ে দুই জনের ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান এ দণ্ডাদেশ দিয়েছেন।

জানা গেছে, বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল নারিকেল তেলসহ মাসুদ রানা ও কাজী মারুফকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের ৯০ বোতল ভেজাল তেল জব্দ করা হয়। আটক দুজনের বাড়ি কুমারখালী উপজেলার বানিয়াকান্দি গ্রামে।

ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীবুল ইসলাম খানের উপস্থিতিতে ভেজাল নারকেল তেল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে কারাদণ্ডাদেশ প্রাপ্ত দুইজনকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।