কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

0
85

কুমারখালী প্রতিনিধি

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বাঘা যতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনসহ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কয়া মহাবিদ্যালয়ের সভাকে স্থানীয় বাঘাযতীন থিয়েটারের সহযোগিতায় উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটি নাগরিক সমাবেশের আয়োজন করে।

এর আগে কয়া মহাবিদ্যালয় সংলগ্ন বাঘা যতীনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দণি এশীয় গণসম্মেলনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু।

উপস্থিত ছিলেন- কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীতে সালিশী বৈঠকে ছুরিকাঘাতে একজন নিহত

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। বাঘা যতীনের নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও তিনি বাঘা যতীন নামেই অধিক পরিচিত ছিলেন। ১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সাথে গোলাগুলিতে গুরুতর আহত হন তিনি। এর পরের দিন ১০ সেপ্টেম্বর ৩৬ বছর বয়সে চিকিৎসাধিন অবস্থায় মারা যান বিপ্লবী নেতা বাঘা যতীন।