কুমারখালীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু’র অবদান সম্পর্কে আলোচনা সভা

0
78

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে মুক্তিযুদ্ধে চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলায় ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান।


উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যামন মেরিনা পারভীন মিনা, ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।